ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ফুটবল

কিংস-মোহনবাগান ম্যাচেও থাকছে শাটল সার্ভিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, নভেম্বর ৭, ২০২৩
কিংস-মোহনবাগান ম্যাচেও থাকছে শাটল সার্ভিস

এএফসি গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহনবাগানের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। আজ রাত আটটায় মুখোমুখি হবে এই দুই দল।

এই ম্যাচকে সামনে রেখে আজ শাটল বাস সার্ভিস চালু করছে বসুন্ধরা।

কিংস অ্যারেনায় ম্যাচ মানেই গ্যালারি ভর্তি দর্শক কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকদের মাঠে পৌছাতে যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে শাটল বাস সার্ভিস চালু করছে বসুন্ধরা।

বসুন্ধরার মাদানি অ্যাভিনিউ গেট এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার ১ এর সামনে থেকে শাটল সার্ভিস চালু থাকবে। ম্যাচ টিকিট নিয়ে দর্শকরা বাসে করে স্টেডিয়াম যেতে পারবেন। বিকেল ৫.৩০ থেকে শাটল সার্ভিস চালু থাকবে ৭.৪৫ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।