সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে আবারও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ শনিবার কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত ম্যাচে পূজা দাসের জোড়া গোলে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দেখায় কিছুটা কম ব্যবধানে জয় এলেও ম্যাচজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশেরই।
হাই লাইন ডিফেন্স আর ধারাবাহিক আক্রমণের কৌশলে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ। ২৫তম মিনিটে আসে প্রথম গোল। গোলরক্ষক তারুশিখার প্রথমবার রক্ষা করা শট ফিরতি বলে ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন কানন রানী বাহাদুর।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পূজা দাস। তৃষ্ণা রানীর শট পোস্টে লেগে ফিরলে তা ধরে জোরালো শটে জাল কাঁপান তিনি।
বিরতির পর আরও গতি আনে বাংলাদেশ। ৭৩ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন পূজা। ৮৫ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে গোলের দেখা পান তৃষ্ণা রানী। যোগ করা সময়ে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।
এই জয়ের মাধ্যমে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। সোমবার নেপালের বিপক্ষে অন্তত একটি ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের।
বাংলাদেশ দলের এ পারফরম্যান্স নারী ফুটবলে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দলের আত্মবিশ্বাস, গঠন এবং ট্যাকটিকস ইতোমধ্যেই আলোচনায় এসেছে দেশের ক্রীড়ামোদীদের মধ্যে।
টআর