ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

ব্যতিক্রমী টয়লেট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, জানুয়ারি ১৬, ২০১২
ব্যতিক্রমী টয়লেট!

ঢাকা : বিজ্ঞানের উৎকর্ষতার যুগেও প্রতিনিয়ত আমরা বিচিত্র সব আবিষ্কারের খবর পাই। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান ডিআরডিও’র বিজ্ঞানীরা সম্প্রতি তেমনি এক বিচিত্র পণ্য উদ্ভাবন করেছেন।



দেশটির হিমালয় ঘেঁষা রাজ্যগুলোতে তীব্র শীতের সময় সেখানকার মানুষদের বেঁচে থাকতে হয় বৈরী প্রকৃতির সাথে যুদ্ধ করে। কাশ্মীরের সমতল থেকে প্রায় ছয় কিলোমিটার ওপরে রয়েছেন পাঁচ হাজার ভারতীয় সেনা।


শীতকালে এখানে কোন সময় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তীব্র শীতে সৈন্যরা মলমূত্র ত্যাগ করে তা বরফ দিয়ে ঢেকে রাখতেন। গরমকালে বরফ গলে সে মল বেরিয়ে দূিষত করতো আশপাশের পরিবেশ।

এ বিড়ম্বনা থেকে রেহাই পেতে ডিআরডিও’র বিজ্ঞানীরা ১৫ বছর পূর্বে গবেষণা শুরু করেন। দীর্ঘ গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা উদ্ভাবন করেন বিশেষায়িত এক ধরণের টয়লেট বা ট্যাঙ্ক। মানুষের ত্যাগ করা মলমূত্র ট্যাঙ্কে থাকা ব্যাকটেরিয়ার সাথে মিশে মিথেন গ্যাস আর পানিতে পরিণত করবে।


বিশেষ এ টয়লেট উদ্ভাবনের পর থেকে ভারতে সর্বত্র এ নিয়ে আগ্রহ তৈরী হয়েছে। পর্যটকদের প্রিয় স্থান লাক্ষাদ্বীপ।   কর্তৃপক্ষ পরিবেশ দূষণের হাত থেকে নয়নাভিরাম এ দ্বীপটিকে রক্ষা করতে ইতোমধ্যে ১২ হাজার বায়ো-ডাইজেস্টার টয়লেট কেনার আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দায়িত্ব নিয়েছে নতুন উদ্ভাবিত ব্যতিক্রমী টয়লেট বিপণনের।

সূত্র: ডয়েচে ভেলে

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।