ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ফিচার

মুঠোফোনে বাংলা পড়া ও লেখা

মনোয়ার রুবেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, অক্টোবর ২৪, ২০১১
মুঠোফোনে বাংলা পড়া ও লেখা

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের অর্ধেকের বেশি মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে নব্বই ভাগই মুঠোফোনে ফন্টস সমস্যার কারণে বাংলায় কিছু পড়তে পারেন না বা লিখতে পারেন না।

ফলে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থেকেও যথাযথ সুফল ভোগ করতে পারেন না। অনেকে সারাক্ষণই সংবাদের মধ্যে থাকতে চান। এক্ষেত্রে অনলাইন পত্রিকাগুলো খুব সহায়ক। কিন্তু বাংলা ইনস্টল না থাকায় অনেকেই বাংলা অনলাইন নিউজ পেপার পড়তে পারেন না।   কোনো আপডেট নিউজ পান না।

যে কোনো মোবাইলে ইন্টারনেটে বাংলা কীভাবে লিখবেন বা পড়বেন এর একটি জনপ্রিয় সহজ উপায় নিচে দেওয়া হলো :

বাংলা পড়া

১. মোবাইলে অপেরা মিনি (www.operamini.com) ডাউনলোড করে নিন। যাদের মোবাইলে অপেরা আছে তারা নতুন করে ডাউনলোড করার দরকার নেই।
২. অপেরার address বক্সে গিয়ে পুরো ঘরটি clear করে তাতে লিখুন Opera:config । এরপর OK বা Go to দিন।
৩. একটি page এলে তার নিচের দিকে নামুন। একেবারে নিচে Use bitmap image in complex fonts লেখা আছে। এর ডান পাশে NO লেখা, আপনি Yes করে দিন।
৪. Pageটির আরেকটু নিচে নামলে Save লেখা দেখবেন। আপনি এবার Save দিয়ে বের হয়ে আসুন।
৫. এবার অপেরার এড্রেস বক্সে গিয়ে www.banglanews24.com লিখে go to দিন। দেখবেন এবার কোনো ঝামেলা ছাড়াই বাংলা দেখা যাচ্ছে।

বাংলা লেখা

যাদের মোবাইলে বাংলা দেখা যায় কিন্তু লেখা যায় না, তারা ‘পানিনি বাংলা’ নামে একটি এপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে মোবাইলে বাংলা লিখতে পারেন। www.getjar.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। এর মাধ্যমে বাংলায় এসএমএস দিতে পারবেন। ফেসবুক বা টুইটারে দিতে পারবেন বাংলায় স্ট্যাটাস।

কীভাবে কাজ করবেন :

১. পানিনি বাংলা নামের এপ্লিকেশনটি অন করলেই স্ক্রিনে বাংলা কী-প্যাড দেখাবে। আপনার কাঙ্ক্ষিত অক্ষরটি না থাকলে নেক্সট বাটনে ক্লিক করুন।

২. মেসেজ লেখা শেষ হলে ‘অপশন’-এ গিয়ে ‘পাঠান/দেখুন’-এ যান।

৩. লেখাটি ফেসবুক বা অন্য কোথাও ব্যবহার করতে পুরো লেখাটি ‘Mark All’ দিয়ে ‘Copy’ করে নিন।

৪. এরপর এপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও লেখাটি ফেসবুক বা অন্য কোথাও যেখানে দরকার সেখানে এডিট করার সময় অপশন-এ গিয়ে `paste’ করে দিলে আপনার লেখাটি পেয়ে যাবেন।
৫. যুক্তাক্ষর ব্যবহারের জন্য কম্পিউটারের মতোই ভেঙে লিখতে হবে। যেমন : ক্ত= ক+ হসন্ত চিহ্ন +ত, ল্ল= ল+ হসন্ত চিহ্ন +ল, ‘য’ ফলা লিখতে হসন্ত চিহ্ন দিয়ে তারপর ‘য’ লিখুন। একইভাবে (র্ ) রেফ লিখতে হসন্ত চিহ্ন দিয়ে র লিখতে হবে। এভাবেই যুক্তাক্ষর লিখতে হবে। যারা কম্পিউটারে কাজ করেন তারা ব্যাপারটা ভালোভাবেই জানেন আশা করি।

এই লিঙ্কটি থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন :
<< http://www.getjar.com/mobile/70949/paninibengali-for-nokia-2700/?ref=0&lvt=1315397059&sid=6wrjj208c8pq09vr&c=4b0hp8fvpmvzc6wb16&f=575275008⟨=en>>


লেখক : বেসরকারি সংস্থায় কর্মরত ও ব্লগার
monowarrubel@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।