টাকড, থাইল্যান্ডের কোহ কুডের একটি নির্জন দ্বীপ। সোনেভা কিরি এই দ্বীপের একটি বিলাসবহুল ইকো রিসোর্ট, যেটা অতিথিদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়।
এখানে রয়েছে অনেকটা শূন্যে ভেসে ডিনার করার ব্যবস্থা! গাছের মাথায় বসে উপসাগরীয় দারুণ সব দৃশ্য দেখতে দেখতে আপনি সঙ্গীসহ উপভোগ করতে পারেন চমৎকার থাই খাবার।
শূন্যে ভেসে তারে ঝুলে এসে ওয়েটার আপনাকে পছন্দের সব খাবার সরবরাহ করবে। এই ধরনের পরিকল্পনা ও উপস্থাপন একেবারেই নতুন। তবে অনেক ব্যয়বহুল।
ডাচ আর্কিটেকদের ডিজাইন করা রিসোর্টটি সম্পূর্ণ ন্যাচারাল উপকরণ ও প্রকৃতির অনুকরণে তৈরি। বিশেষ করে এর ডাইনিংয়ের স্থানটি বেত দিয়ে বোনা বড় নারকেলের মতো দেখায়, যেটা ঝুলে রয়েছে একটি বড় গাছে।
অনেক উঁচুতে হলেও এতে ওঠানামার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই! কেবলের মাধ্যমে ঝুলে ডাইনিং পডে ঢুকতে হয়। নামতেও হয় স্বয়ংক্রিয়ভাবে। একসঙ্গে বসা যায় চারজন। তবে ডিনারের সময় এটি সারাবছরই আগে থেকে বুক থাকে।
বিশ্বব্যাপী ওয়েটারদের কাজের অতিরিক্ত পারদর্শিতা প্রদর্শনের অন্যতম স্থান এটি। থাইল্যান্ডের মজার মজার খাবার সহ শূন্যে ভেসে পরিবেশন করার এমন সুযোগ সচরাচর ঘটে ন॥
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৩