পার্বত্য জেলা ‘রাঙামাটি’ যেমন রূপে-গুণে বৈচিত্র্যময় ও রহস্যঘেরা তেমনি নামের বানান নিয়ে রয়েছে জটিলতা। এ অঞ্চলের নামের বানান নিয়ে নানা মুনীর নানা মত।
‘রাঙামাটি’, ‘রাঙ্গামাটি’, ‘রাংগামাটি’, কোনটি সঠিক বানান এ নিয়ে প্রায় সময় তর্কযুদ্ধ লাগে সবখানে।
ইতিহাস ঘেটে জানা যায়, ১৮৬০ সালের আগে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম জেলার অংশ ছিল। ১৮৬০ সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। যার সদর দপ্তর ছিল রাঙামাটি।
১৯৮৪ সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে খাগড়াছড়ি ও বান্দরবান নামে নতুন দুটি জেলা গঠন করা হয় এবং এর বাকি অংশ রাঙামাটি জেলা নামে পরিচিতি লাভ করে।
তৎকালীন সময়ে রাঙামাটির সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক ভাষায় জেলার নাম ‘রাঙ্গামাটি’ অথবা ‘রাংগামাটি’ এই বানানে লেখা হতো।
যেমন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়সহ অন্যান্য সরকারি দপ্তরে জেলার নামের বানান শুরু থেকেই ‘রাঙ্গামাটি’ এই ভাবে লেখা হচ্ছে।
জেলার সবচেয়ে বড় বিদ্যাপীঠ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারি মেডিকেল কলেজ এবং রাঙামাটি সরকারি কলেজে দাপ্তরিক ভাষায় জেলার নামের বানান ‘রাঙ্গামাটি’ এই ভাবে লিখছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রামের প্রথম পত্রিকা ‘দৈনিক গিরিদর্পন’ তাদের সংবাদ প্রকাশে জেলার নামের ক্ষেত্রে ‘রাঙ্গামাটি’ এ বানানে লিখে থাকে।
তবে পার্বত্য চট্টগ্রামের আরেকটি পুরাতন পত্রিকা ‘ দৈনিক রাঙামাটি’ সেই ৮০’র দশক থেকে সংবাদ প্রকাশের ক্ষেত্রে জেলার নাম ‘রাঙামাটি’ এমন বানানে লিখে থাকে।
রাঙামাটি প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকে তাদের দাপ্তরিক ভাষায় জেলার নামের ক্ষেত্রে ‘রাঙ্গামাটি’ বানান লিখে আসলেও বেশ কয়েক বছর ধরে তাদের দাপ্তরিক ভাষায় জেলার নামের বানান ‘ রাঙামাটি’ এমনভাবে লিখছে।
আগে সরকারি অনেক প্রতিষ্ঠান দাপ্তরিক ভাষায় ‘রাংগামাটি’ এই বানান ব্যবহার করলেও বর্তমানে এই বানানে সহজে কেউ লিখে না। তবে অনেক জায়গায় এ বানান এখনো প্রচলিত রয়েছে।
গত কয়েক দশক ধরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে জেলার নাম ‘রাঙ্গামাটি’, ‘রাংগামাটি’, এসব বানানের নামের পরিবর্তে ‘রাঙামাটি’ বানানটি বেশি প্রকাশিত হয়েছে।
রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাঙ্গামাটি বানান নিয়ে অনেক সময় অনেকেই ভিন্নভাবে লেখেন। তবে ‘রাঙ্গামাটি’ বানানটা ‘রাঙ্গা’ এভাবেই সঠিক হবে।
বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী রাঙামাটি শব্দের সঠিক বানান হলো ‘রাঙামাটি’। অর্থাৎ রাঙা (রঙিন, লাল) এবং মাটি (মাটি), যেখানে 'ঙ' ব্যবহৃত হয়। বাংলা একাডেমিতে 'রাঙামাটি' বানানটিকেই সঠিক বলে গ্রহণ করা হয়েছে।
এই দ্বিধা সত্ত্বেও, রাঙামাটি জেলা ও এর বিভিন্ন প্রতিষ্ঠানে ‘রাঙ্গামাটি’ এ বানানটি বহুলভাবে ব্যবহৃত। সুতরাং, বাংলা একাডেমি প্রমিত নিয়ম অনুসারে 'রাঙামাটি' বানানটি শুদ্ধ হলেও প্রচলিত বা স্থানীয়ভাবে ‘রাঙ্গামাটি’ এ বানানটি ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘ বছর ধরে।
স্থানীয় ‘দৈনিক রাঙামাটি’ পত্রিকার সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক বলেন, রাঙামাটি বানানের ক্ষেত্রে ‘রাঙামাটি’ এ বানানটি সঠিক। কারণ রাঙা অর্থ হলো লাল এবং মাটি মানে মাটি। অর্থাৎ এ অঞ্চলের মাটি লাল হওয়ায় রাঙামাটি বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সেই ৮০ দশকের শুরু থেকে আমাদের পত্রিকার নাম ‘ দৈনিক রাঙামাটি’ দিয়েছি। তথা রাঙামাটি লিখার ক্ষেত্রে আমরা ‘রাঙ্গা’ বানানটির পরিবর্তে ‘রাঙা’ এ বানানটি লিখে থাকি। ‘রাঙ্গামাটি’ বানান আমরা এভাবে ব্যবহার করি না সেই সময় থেকে।
আরএ