চকলেট আমাদের প্রিয় লোভনীয় খাবার। কিন্তু চকলেটপ্রেমীরা জানেন কী, নিয়মিত চকলেট খেলে তা আমাদের শরীরে যে প্রাণঘাতী উপাদান ঢুকায় তার পরিমাণ ২২ পাউন্ড বা ৪০টি হারশেবার চকলেটের সমান!
আমেরিকার টোটাল কোকাকোলার ১২ শতাংশ পান করা হয় সকালের নাস্তার সঙ্গে!
বরফমানব এস্কিমোরাও ফ্রিজ ব্যবহার করে! তবে কেন জানেন? খাবার জমে যাওয়া থেকে রক্ষা করতে!
একধরনের বুনো টক ফল ক্রানবেরি।

আশ্চর্য হলেও সত্য, ২০১১ সালে চিজ বা পনির ছিল বিশ্বের সবচেয়ে বেশি চুরি হওয়া খাবার!

মিশেলিন তারকা রেস্টুরেন্ট এখন প্যারিসের তুলনায় তিন গুণ বেশি। অথচ প্যারিস ছিল এজন্য অপ্রতিদ্বন্দ্বী।
#হাফিংটন পোস্ট অবলম্বনে
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
এএ/এমজেডআর