ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফিচার

খানাপিনার ৬ অজানা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, নভেম্বর ২২, ২০১৩
খানাপিনার ৬ অজানা


চকলেট আমাদের প্রিয় লোভনীয় খাবার। কিন্তু চকলেটপ্রেমীরা জানেন কী, নিয়মিত চকলেট খেলে তা আমাদের শরীরে যে প্রাণঘাতী উপাদান ঢুকায় তার পরিমাণ ২২ পাউন্ড বা ৪০টি হারশেবার চকলেটের সমান!

আমেরিকার টোটাল কোকাকোলার ১২ শতাংশ পান করা হয় সকালের নাস্তার সঙ্গে!


বরফমানব এস্কিমোরাও ফ্রিজ ব্যবহার করে! তবে কেন জানেন? খাবার জমে যাওয়া থেকে রক্ষা করতে!


একধরনের বুনো টক ফল ক্রানবেরি।

মজার ব্যাপার, ফলটি পাকার পর নিচে পড়ে তিড়িং বিড়িং করে লাফায়। এজন্য একে বাউন্সবেরিও বলা হয়। আরও মজার ব্যাপার সাতবার লাফানোর পরও এটা খাওয়ার উপযোগী অবস্থায় থাকে।


আশ্চর্য হলেও সত্য, ২০১১ সালে চিজ বা পনির ছিল বিশ্বের সবচেয়ে বেশি চুরি হওয়া খাবার!


মিশেলিন তারকা রেস্টুরেন্ট এখন প্যারিসের তুলনায় তিন গুণ বেশি। অথচ প্যারিস ছিল এজন্য অপ্রতিদ্বন্দ্বী।

#হাফিংটন পোস্ট অবলম্বনে

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।