ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

ফিচার

তথ্য অধিকার আন্দোলনে ইয়েস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, অক্টোবর ১৩, ২০১২
তথ্য অধিকার আন্দোলনে ইয়েস

ঢাকা: বাংলাদেশে তথ্য অধিকার আন্দোলনকে জোরালো করার লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পেইন শুরু করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজে দিনব্যাপি ক্যাম্পেইন করেছে ঢাকা ইয়েস-১।

“তথ্য পাওয়া আপনার অধিকার” স্লোগানে অনুষ্ঠেয় ক্যাম্পেইনের মাধ্যমে ইয়েস সদস্যরা শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেন।

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রসারিত করতে একই সময় ভিন্ন রকমে এক খেলার আয়োজন করে ইয়েস। দিনব্যাপি এই আয়োজনে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্টুনও প্রদর্শন করা হয়।

ঢাকা ইয়েস-১ এর দলনেতা নূর আলম বাংলানিউজকে বলেন, “তথ্য পাওয়া মানুষের অন্যতম অধিকার। অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাতে চাই। ”

প্রাথমিক ভাবে রাজধানীর ১০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।