ঢাকা: বাংলাদেশে তথ্য অধিকার আন্দোলনকে জোরালো করার লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্যাম্পেইন শুরু করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজে দিনব্যাপি ক্যাম্পেইন করেছে ঢাকা ইয়েস-১।
দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে প্রসারিত করতে একই সময় ভিন্ন রকমে এক খেলার আয়োজন করে ইয়েস। দিনব্যাপি এই আয়োজনে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্টুনও প্রদর্শন করা হয়।
ঢাকা ইয়েস-১ এর দলনেতা নূর আলম বাংলানিউজকে বলেন, “তথ্য পাওয়া মানুষের অন্যতম অধিকার। অবাধ তথ্য প্রবাহ সৃষ্টি হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি কমাতে চাই। ”
প্রাথমিক ভাবে রাজধানীর ১০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর