ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ফিচার

প্রিন্স হ্যারির একি কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, আগস্ট ২২, ২০১২
প্রিন্স হ্যারির একি কাণ্ড!

ঢাকা: সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিনোদন নগরী লাস ভেগাসে ছুটি উপভোগরত প্রিন্স হ্যারিকে বেশ কয়েকটি উদ্দাম ‘ওয়াইল্ড পার্টিতে’ অংশ নিতে দেখা গেছে। প্রায় সবগুলো পার্টিতেই তাকে এসময় বিকিনি পরিহিতি বেশ কিছু নারীভক্ত পরিবেষ্টিত অবস্থায় আবিস্কার করে পাপারাজ্জিরা।

তবে গত শুক্রবার রাতের ‘পুলসাইড ওয়াইল্ড পার্টির’ উদ্দামতা ছাড়িয়ে যায় আগের সবকিছুকেই।

সম্প্রতি টিএমজেড নামের টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট বেশ কিছু ছবি ছাপিয়েছে যেখানে প্রিন্স হ্যারিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অপর এক নগ্ন নারীর সঙ্গে উদ্দামতায় উম্মত্ত অবস্থায় দেখা গেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবারের রাতের পার্টিতে অংশ নেওয়া সঙ্গীদের নিয়ে ব্রিটিশ এই রাজপুত্র চলে যান হোটেলে তার নিজের ভিআইপি স্যুটে। সেখানে তাদের নিয়ে তিনি ‘স্ট্রিপ বিলিয়াডর্’ নামের এক বন্য খেলায় মেতে ওঠেন। উদ্দাম ওই ক্রীড়ায় অংশ নেওয়াদের সবাই ছিল নিমসুতো অর্থাৎ কারও পরণেই কাপড়-চোপড়ের কোনো বালাই ছিল না।

ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা গেছে, পার্টিতে অংশ নেওয়া অন্যান্যদের সামনে প্রিন্স হ্যারি অপর এক নগ্ন নারীর সঙ্গে হুটোপুটিতে মেতে উঠেছেন। এসময় তাদের দু’জনই ছিলেন পুরো ‘জন্মদিনের পোশাকে’। রাজপুত্তুর হ্যারির এ কীর্তি মোবাইলফোন ক্যামেরার ক্যামেরার বদৌলতে চলে  আসে জনসম্মুখে।

তবে ওই নারীর পরিচয় বা তার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্কের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যম।
এ ব্যাপারে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ ঘটনাকে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।  

রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, ছবিগুলো সম্পর্কে রাজপরিবারের তরফে এখনই কোনো মন্তব্য করা হবে না।
তবে রাজপরিবার মুখে কুলুপ এঁটে থাকলেও এটি ধারণা করতে কষ্ট হয়না যে ছবিগুলোর কারণে ভবিষ্যত ব্রিটিশ সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারীদের একজনের এহেন কর্মকাণ্ডে খুব একটা হ্যাপি মুডে নেই রানী দ্বিতীয় এলিজাবেথ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।