ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

রাজামৌলির সিনেমায় মুখ্য ভূমিকায় আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, সেপ্টেম্বর ১৮, ২০২২
রাজামৌলির সিনেমায় মুখ্য ভূমিকায় আলিয়া এসএস রাজামৌলি-আলিয়া ভাট

পার্শ্ব অভিনেত্রী নয়, এবার দক্ষিণী সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন আলিয়া ভাট। দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির পরের সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এর আগে ‘আরআরআর’ সিনেমায় এই নির্মাতার সঙ্গে কাজ করেছেন আলিয়া।

তবে সূত্রের খবর, রাজামৌলির আগামী সিনেমা ‘এসএসএমবি২৯’-এ দেখা যাবে অলিয়াকে। শোনা গেছে, এই সিনেমায় তার বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু।

বলিউড সূত্রে বরাদ দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সন্তানসম্ভবা আলিয়া ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন। এর পরেই সিনেমার জন্য কাজ শুরু করে দেবেন তিনি।  

‘আরআরআর’ ছিল আলিয়ার তেলুগুতে অভিষেক সিনেমা। এতে আলিয়ার চরিত্র তেমন প্রাধান্য না পেলেও এবার প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া হলিউডেও অভিষেক ঘটতে চলেছে আলিয়ার। কয়েক মাস আগেই হলিউডের  ‘হার্ট অব স্টোন’র শুটিং শেষ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।