সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এর ১৯তম সিজন দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। প্রথমেই জানানো হয়েছিল আগস্ট মাস থেকে পর্দায় দেখা যাবে এই শো।
রোববার (২৪ আগস্ট) থেকে কালার্স টিভি ও জিয়ো হটস্টারের পর্দায় দেখা যাবে ‘বিগ বস’ সিজন ১৯। ইতোমধ্যেই নতুন সিজন বেশ কিছু বিষয় সামনে এনেছেন সালমান নিজেই।
অভিনেতা জানিয়েছেন, আমি নিজে ‘বিগ বস’র একটা বড় অংশ এবং আমরা জানি যে প্রতিবছরই ‘বিগ বস’র ঘরে নতুন নতুন অনেক টুইস্ট থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। তাই আমিও আর পাঁচজন দর্শকের মতোই মুখিয়ে রয়েছি নতুন সিজনের জন্য।
এবারের ‘বিগ বস’ সিজন ১৯ এ প্রতিযোগীদের নামও প্রকাশ্যে এসেছে। গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি প্রমুখ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আগেই জানা গিয়েছিল, এই সিজনে সার্বিকভাবে বাজেট কমেছে। তাই কমেছে সালমানের পারিশ্রমিক। এবারের সিজনে সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান।
এর আগে বিগ বস ১৭ ও বিগ বস ১৮ সিজনের জন্য ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন সালমান। এবার বিগ বসের পর্বগুলো প্রথমে আসবে ওটিটি প্ল্যাটফর্মেও।
এনএটি