ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

গীতিকবি সংঘ থেকে কবির বকুলের পদত্যাগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুন ২৭, ২০২২
গীতিকবি সংঘ থেকে কবির বকুলের পদত্যাগ কবির বকুল

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুল গীতিকবি সংঘ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৭ জুন) ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এরই মধ্যে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।  

এ প্রসঙ্গে গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে কবির বকুল পদত্যাগ করেছেন। সভাপতি হিসেবে আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সাধারণ সভায় তার বিষয়ে সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ’

এদিকে সংগঠনটির এক সদস্যের দাবি, পদ্মা সেতুর থিম সংয়ে সুকান্তের ‘দুর্মর’ কবিতার দুটি লাইন নিজের বলে চালিয়ে দেওয়ার জেরে গভীর সমালোচনার কার‌ণে পদত্যাগ করেছেন সংঘের দ্বিতীয় সাধারণ সম্পাদক গীতিকবি বকুল।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।