ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি তার একটি নতুন নাটকের শুটিং করতে বরিশাল গিয়েছিলেন।
সামাজিকমাধ্যমে সাফা লেখেন, আমার হৃদয়ের একটি অংশ বাস করে বরিশালে। প্রতিবার যখন বরিশাল যাই, একটা গভীর, অজানা টান অনুভব করি- মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে।
এই অভিনেত্রী বলেন, বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও মেলে না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই- কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির ঘ্রাণ, আর অবশ্যই বরিশালের অসাধারণ খাবার। প্রতিটা পদ ছিল মুখরোচক। স্থানীয় মজাদার খাবার, প্রতিদিনের তাজা ডাব আর নরিকেল (এক দিনও মিস করিনি!) আর সেই মিষ্টি, ঘন গুড় - একেবারে অসাধারণ।
বরিশালের মানুষের বিষয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তার কথায়, বরিশালের মানুষই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। এত বিনয়ী, এত সহৃদয়, আর ভালোবাসায় ভরা। লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছো।
মূলত, সুব্রত কুমার সঞ্জীবের পরিচালনায় নতুন একটি নাটকের শুটিংয়ে বরিশাল গিয়েছিলেন সাফা কবির। এই নাটকে তার সহশিল্পী মুশফিক আর ফারহান। বরিশালের বিভিন্ন স্থানে টানা এক সপ্তাহ নাটকের শুটিং করেছেন তারা।
বলে রাখা যায়, সাফা কবির বরিশালের মেয়ে। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।
এনএটি