ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে ছোট পর্দা মাতাবেন ব্যান্ড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ২৬, ২০২২
ঈদে ছোট পর্দা মাতাবেন ব্যান্ড তারকারা

আসন্ন ঈদে ছোট পর্দা মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। যেখানে অংশ নিতে দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড তারকাদেরও।

 

মূলত বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন তারা। ঈদের দিন সন্ধ্যা ৭টায় ওয়ারফেইজ, চিরকুট, আর্ক, নোভা, বে অব বেঙ্গল, ব্ল্যাক, এভোয়েড রাফা ও শুভযাত্রা’র মতো ব্যান্ড দলকে পারফর্ম করতে দেখা যাবে।

ঈদের পর দিন সন্ধ্যা ৭টায় গাইবে রেনেসাঁ, সোলস, দলছুট, অবসকিউর এবং ফেরদৌস ওয়াহিদ ও তার দল। এটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। লুৎফর রহমানের প্রযোজনায় ঈদের তৃতীয় দিন গাইবে ব্যান্ডদল তরুণ, লায়ন্স, ওয়ার্নিং ও সাবকনশাস।  

তারা শোনাবেন তাদের শ্রোতাপ্রিয় গানগুলো।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।