ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, জুলাই ১৬, ২০২৫
‘অনেকদিন পরে’ জুটি বাঁধলেন ফারহান-পায়েল

এ প্রজন্মের জনপ্রিয় তারকা জুটি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যেই জুটি বেঁধে বেশ কিছু নাটকে দর্শকদের নজর কেড়েছেন তারা।

আবারো নাটকপ্রেমীদের চমকে দিতে পর্দায় হাজির হতে যাচ্ছেন ফারহান-কেয়া।

সম্প্রতি ‘অনেকদিন পরে’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন এই তারা। ইতোমধ্যেই শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।

ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে এক মিনিট ৩৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে ধারণা করা যায়- রোমান্টিক, অ্যাকশন, ইমোশনালের সঙ্গে হালকা টুইস্ট ও থ্রিলারের দুর্দান্ত কম্বিনেশন হতে যাচ্ছে ‘অনেকদিন পরে’। এর মন্তব্যের ঘরে ফারহান ও কেয়া পায়েলের ভক্তদের অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। এছাড়াও অনেকেই টিজারের প্রশংসা করতে দেখা গেছে।  

জানা গেছে, মেজবাহ উদ্দিন সুমনের রচনায় ‘অনেকদিন পরে’ নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই নির্মাতা জানান, নাটকের গল্পটি তার খুব প্রিয় একটি গল্প। যা তিনি দীর্ঘদিন যাবৎ নিজের ভেতর পুষে রেখেছিলেন নিজের। অবশেষে তার সেই প্রিয় গল্পের কাজটি সম্পন্ন হয়েছে। নাটকটি প্রকাশ ও ভক্তদের মন্তব্যের অপেক্ষায় রয়েছেন তিনি।  

‘অনেকদিন পরে’ নাটকে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, ফাইয়াজ আহমেদ ববি, সাবিহা জামান, পিয়া জান্নাত, মানতাহাসহ অনেকে। নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন প্রত্যয় খান, মিউজিক করেছেন রেজওয়ান শেখ, সিনেমাগ্রাফি নাঈম ফুয়াদ এবং কালার ও এডিটিংয়ে ছিলেন ইসমাঈল হোসাইন।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ‘অনেকদিন পরে’ নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।