ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবার জুটি বাঁধলেন নাঈম-মিহি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ৮, ২০২২
প্রথমবার জুটি বাঁধলেন নাঈম-মিহি এফ এস নাঈম ও মিহি আহসান

সম্প্রতি শেষ হয়েছে ‘বেয়াইন আমার রসিয়া’ নামের নাটকের দৃশ্যধারণের কাজ। এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম ও মিহি আহসান।

বিদ্যুৎ রয়ের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জুয়েল হাসান।  

‘বেয়াইন আমার রসিয়া’ নাটকে রাহুল চরিত্রে দেখা যাবে নাঈমকে। তার বিপরীতে নদী চরিত্রে অভিনয় করেছেন মিহি আহসান।

নাটকের গল্পে দেখা যাবে, নদী অনাথ মেয়ে। সে বড় বোনের দেবর রাহুলের প্রেমে পড়ে। কিন্তু রাহুল খুবই সেনসেটিভ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তাই নদীকে রীতিমতো এড়িয়ে চলে সে। কিন্তু নাছোড়বান্দা নদী পিছু ছাড়ে না রাহুলের। চলে আসে বোনের বাসায়।  

এদিকে, রাহুল আগে থেকেই এই বাসায় থাকে। একদিন রাতের বেলা রাহুলের ঘরে প্রবেশ করে নদী। এরপরেই নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হয় সম্পর্কের টানাপোড়ন।  

নির্মাতা সূত্রে জানা যায়, ‘বেয়াইন আমার রসিয়া’ নাটকটি শিগগিরই যে কোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।