ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘জোট বেঁধে’ নির্বাচনে ডিপজল-সেলিম খান!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মার্চ ২৪, ২০২২
‘জোট বেঁধে’ নির্বাচনে ডিপজল-সেলিম খান! মনোয়ার হোসেন ডিপজল-সেলিম খান

চলচ্চিত্রের মাদার সংগঠন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২১ মে। শোনা যাচ্ছে, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে এবার জোট বেঁধেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ও মনোয়ার হোসেন ডিপজল।

যদিও এখনো তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

তাদেরজোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন নির্মাতা শামিম আহমেদ রনি। বুধবার (২৩ মার্চ) দুপুরে ফেসবুকে ডিপজল ও সেলিম খানের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই নির্মাতা লেখেন, ‘বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাসের অপেক্ষা এবার...। ডিপজল ভাই + সেলিম ভাই। ’

২ মার্চ এফডিসিতে এক জরুরি বৈঠকে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইতোমধ্যেই নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।  

এবারের নির্বাচনে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বোর্ডের সদস্য হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।