ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

সেন্সর ছাড়পত্র পেলো ‘রাগী’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, মার্চ ২০, ২০২২
সেন্সর ছাড়পত্র পেলো ‘রাগী’ ‘রাগী’ সিনেমার লুকে মুনমুন ও আঁচল

প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত সিনেমা ‘রাগী’। শনিবার (১৯ মার্চ) সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন এই নির্মাতা।

পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, ‘সেন্সর বোর্ডে ‘রাগী’ সিনেমাটি জমা দেওয়ার পর আবার সংশোধন করতে বলে। আমি আবারও সংশোধন করে জমা দিলে কোনো আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পাই। ’

সিনেমাটির মাধ্যমে প্রথমবার খল চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুনকে। এতে আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, মৌমিতা মৌ, সনি রহমান, শতাব্দী ওয়াদুদ, আবীর চৌধুরী, শাকিল আহমেদ, মারুফ, কাজী হায়াত, খালেদা আকতার কল্পনা, খোরশেদ আলাম খসরুসহ অনেকে।  

আস্থা কথাচিত্রের ব্যানারে ‘রাগী’ সিনেমাটি প্রযোজনা করেছেন জাকিয়া খাতুন জয়া। আসছে ঈদুল ফিতরের পরেই এ সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।