ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

ফ্ল্যাটে পাওয়া গেল অভিনেত্রীর পচাগলা দেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, জুলাই ৯, ২০২৫
ফ্ল্যাটে পাওয়া গেল অভিনেত্রীর পচাগলা দেহ

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে অভিনেত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রা আজগর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ৩২ বছর বয়সী অভিনেত্রী হুমায়রার বলে শনাক্ত করেছে পুলিশ। প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন তিনি।

ডিআইজি সৈয়দ আসাদ রাজা ডনকে বলেন, আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। বিকাল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লে কেউ সাড়া দেয়নি। এরপর তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। এ অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন অভিনেত্রী হুমায়রা। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।

হুমায়রা আজগর আলীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে ডিআইজি রাজা বলেন, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার জন্য মৃতদেহটি জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে পোস্ট মর্টেম সম্পন্ন হয় হুমায়রা আজগর আলীর। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মৃতদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।

এসএসপি মাহজুর আলী ডনকে জানান, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন। ২০২৪ সাল থেকে বাড়ির মালিককে ভাড়া দেন না হুমায়রা। এরপর বাসা খালি করার জন্য আদালতের দ্বারস্থ হন বাড়ির মালিক।  

পুলিশের ধারণা, এটা কোনো হত্যাকাণ্ড নয়। কারণ অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা লক করা ছিল। দরজা ভেঙে পুলিশ সেখানে প্রবেশ করতে সক্ষম হয়। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কোনো সিদ্ধান্তে যাবে না বলে জানিয়েছেন এসএসপি আলী।  

হুমায়রা আলোচনায় আসেন টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমা তাকে খ্যাতি এনে দেয়।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।