ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জুলাই ১০, ২০২৫
এপ্রিলে বিয়ে, জুলাইয়ে বিচ্ছেদ! 

ভারতীয় তারকা দম্পতি অভিষেক বসু এবং শার্লি মোদক। চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছেন তারা।

বিয়ে তিন মাস না পেরোতেই বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেতা অভিষেক বসু নিজেই।

এপ্রিলে খুবই ছিমছাম ভাবে শার্লির সঙ্গে আইনি বিয়ে সারেন অভিষেক। নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি। এর মধ্যেই নায়ক সাদা কালো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘কোনও কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়। ’

অন্যদিকে, শার্লিও তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কিছুই চিরস্থায়ী নয়। ’ তাদের এই রহস্যময় পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয় বিচ্ছেদের গুঞ্জন। তবে কী বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন শার্লি-অভিষেক? তা নিয়ে সরাসরি কেউই মুখ খোলেননি এখনও।

এদিকে অভিষেকের প্রোফাইলে এখনও তাদের বিয়ের ছবিসহ নানা মুহূর্তের ছবি ও ভিডিও জ্বলজ্বল করছে। অন্যদিকে, শার্লির প্রোফাইলেও অভিষেকের ছবি ও ভিডিও রয়েছে। ফলে এখনও বোঝা যাচ্ছে না, তারা হঠাৎ কেন এমন পোস্ট করলেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।