ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

এবার আসছে ‘কাঁচা বাদাম’র বিশেষ সংস্করণ!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ফেব্রুয়ারি ২২, ২০২২
এবার আসছে ‘কাঁচা বাদাম’র বিশেষ সংস্করণ! ভুবন বাদ্যকর

সাধারণ কিছু শব্দ দিয়ে নিজের ক্রেতাদের আকর্ষণ করতে গান সাজিয়ে ফেললেন ভারতের বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। নিজেই সেই গানে করলেন সুর।

আর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে গেল তার গাওয়া ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম’ গানটি।  

তবে এই গানেই থেমে থাকেননি ভুবন। যেমন বেড়েছে জনপ্রিয়তা, তেমনি ভক্তদের জন্য নতুন গান করছেন তিনি। সম্প্রতি কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গান শোনান তিনি। সেখানে নতুন গান ‘আমার বাদাম কেড়ে নিল বিশ্ববাসীর মন’ গেয়ে শোনান ভুবন।

বর্তমানে ভুবনের জনপ্রিয়তা ভারতসহ আশেপাশের দেশে ছড়িয়ে পড়েছে। ইংরেজি কিংবা হিন্দিতেই নয়, ভোজপুরি, তালিম, তেলেগু, অসমীয়া, হরিয়ানভিতেও রিমেক হয়েছে তার ‘কাঁচা বাদাম’ গানটি। টলিউড থেকে বলিউডের অনেক তারকা গানটির সঙ্গে কোমর দুলিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।