ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ: তৌকির আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুলাই ৪, ২০২৫
অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ: তৌকির আহমেদ তৌকীর আহমেদ

‘অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই বিপদ। অনিয়ম, সিন্ডিকেশন, স্বজনপ্রীতি থাকে, আছে।

তবে ব্যক্তি প্রভাবে বা সুবিধায় একটা বড় অংশ কাজের উৎসাহ হারায়। ’ দেশের শোবিজ অঙ্গনের বাস্তবতা নিয়ে কথাগুলো বলেছেন সব্যসাচী তারকা তৌকীর আহমেদ।

বর্তমান সময়ের পুরস্কার, অনুদান- এসব সিন্ডিকেটে নিয়ন্ত্রণ হচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে এই অভিনেতা বলেন, ‘পুরস্কার, অনুদান, সিনেমার হল পাওয়া, সিনেমা মুক্তি- সব এভাবেই হচ্ছে। আসলে প্রভাব প্রকট হলে মিডিয়ার স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। ’ 

‘রূপনগর’, ‘অয়োময়’, ‘সংশপ্তক’ বা ‘কোথাও কেউ নেই’র মতো কাজ নাটক এখন আর হয় না। এ বিষয়ে তৌকির আহমেদ বলেন, ‘জনরুচি বলে যে কথা আছে তার পরিবর্তন হয়েছে। সবাই এখন অস্থির। মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। কনটেন্টের দিক থেকে অনেকেই ভায়োলেন্স, থ্রিলার, নেতিবাচক গল্পে নির্ভরশীল হয়ে পড়েছে। ভালো নাটক কারা দেখবে? সবাই তো চ্যানেল, ইউটিউব আর ওটিটিতে থ্রিলার, ক্রাইম দেখতে পছন্দ করে। সেখানেই পুঁজি খাটাবে, যেখানে পাবলিসিটি বেশি। ’ 

তবে সিনেমার এখন ‘ভালো সময়’ বলতে চান এই অভিনেতা। তার কথায়, ‘সিনেমার এখন ভালো সময়। নানারকম প্রতিকূলতা কাটিয়ে দর্শকের সামনে অনেক কষ্ট করে নিয়ে আসেন নির্মাতারা। এমনিতেই এখন ভালো জিনিস সমাদৃত হয় না। তাই আমাদের এই কষ্টকে মূল্যায়ন করতে হবে। উৎসাহ দিতে হবে। দর্শকের দেখার তো সুযোগ দিতে হবে। ’

বর্তমানে ‘ধূসর প্রজাপতি’ নামের একটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তৌকির আহমেদ। বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত নাটকটিতে অভিনয়ের পাশাপাশি এর রচনা ও পরিচালনাও এই অভিনেতার। ইতোমধ্যেই দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে।  

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।