ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নায়িকা হামসা নন্দিনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ডিসেম্বর ২০, ২০২১
ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নায়িকা হামসা নন্দিনী হামসা নন্দিনী

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হামসা নন্দিনী। বর্তমানে চিকিৎসা চলছে তার।

সামাজিক মাধ্যমে দুঃসংবাদটি এই তেলুগু অভিনেত্রী নিজেই জানিয়েছেন। বংশপরম্পরায় এই রোগ তার শরীরে এসে বাসা বেঁধেছে।  

হামসা নন্দিনী জানান, ৪ মাস আগে একটা মাংসপিণ্ড নজরে আসে তার। এরপর চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বায়োপসি করালে গ্রেড থ্রি ইনভেসিভ কার্সিনোমা (ব্রেস্ট ক্যানসার) ধরা পড়ে। এরপর তার অস্ত্রোপচার করে তার টিউমার অপসারণ করা হয়।  

অভিনেত্রী লেখেন, ‘চিকিৎসকরা নিশ্চিত করেছেন ক্যান্সার ছড়ানোর কোনো ব্যাপার নেই এবং আমি ভাগ্যবান এটা প্রথম দিকে ধরা পড়েছে। একটি রূপালী আস্তরণ দেখা যায়। কিন্তু রূপালী আস্তরণটি স্বল্পস্থায়ী ছিল, কারণ বংশগত স্তন ক্যানসারের রিপোর্ট পজেটিভ আসে। ’ 

এরই মধ্যে ৯টি কেমোথেরাপি নিয়েছেন হামসা। আরও ৭টি কেমোথেরাপি বাকি রয়েছে তার। যারা অভিনেত্রীর স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খবর নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।  

১৮ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে হামসার মা মারা যান। এরপর থেকে নিজেকে নিয়ে ভয়ে ছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেও আক্রান্ত হয়েছেন।  

‘না ইশতাম’, ‘মিরচি’, ‘ভাই’, ‘শ্রীরাস্তু সুহামাস্তু’সহ বেশকিছু তেলুগু সিনেমায় হামসা নন্দিনীকে অভিনয় করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।