ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

করোনামুক্ত হয়ে আক্রান্ত হওয়ার খবর জানালেন জোভান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, মে ৭, ২০২১
করোনামুক্ত হয়ে আক্রান্ত হওয়ার খবর জানালেন জোভান অভিনেতা ফারহান আহমেদ জোভান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে তিনি করোনামুক্ত হয়ে তারপর ভক্ত-অনুরাগীদের সে খবর জানালেন।

শুক্রবার (৭ মে) জোভান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘কিছুদিন আগে আমার কোভিড পজিটিভ ধরা পড়ে। সাতদিন লড়াই করার পর টেস্টের ফল নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। আমার পরিবার ও বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তারাই সার্বক্ষণিক আমার পাশে ছিল। ’

করোনা মহামারির নতুন স্বাভাবিকের মধ্যে জোভান নিয়মিত শুটিং করে যাচ্ছিলেন। আসন্ন ঈদুল ফিতরে তার অভিনীত বেশকিছু নাটক প্রচার হবে। এরই মধ্যে তিনি বড় একটা ধাক্কা সামলে উঠলেন।  

আরও পড়ুন: ফুটবলার জোভানের প্রেমিকা সাফা!

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।