ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

টিভি নাটকে সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন ফারিয়া শাহরিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, এপ্রিল ৩০, ২০২১
টিভি নাটকে সিন্ডিকেট নিয়ে মুখ খুললেন ফারিয়া শাহরিন অভিনেত্রী ফারিয়া শাহরিন

দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে সফল ক্ষেত্র বলা চলে টেলিভিশন নাটক। এবার টিভি নাটক অঙ্গণে সিন্ডিকেটের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন।

 

ফারিয়া ক্ষোভ থেকেই বললেন, 'বড় নায়করা আমাদের সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে। '

নিজের ফেসবুকে ফারিয়া শাহরিন পুরো বিষয়টি নিয়ে লিখেছেন, 'ঠিক করছি নতুন একদমই পরিচিত নন এরকম নায়কদের সঙ্গে কাজ করবো। ওদের প্রমোট করবো। যদি আমাকে ৪ জনও চেনে ওদের হয়তো এক জন চিনবে আমার মাধ্যমে। ওরা এভাবেই একদুইজন করে পরিচিত হয়ে উঠবে। আমার ভালো লাগবে। ' 

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, 'আমি অনেক ছোট নায়িকা, বড় নায়করা আমাদের সাথে কাজ করে না, বড় নায়িকাদের সাথে করে। কী কী জানি এখন শুনি সিন্ডিকেট না কি যেন। তাই নগণ্য নায়িকা আমি, নতুন ছেলেদের সাথে কাজ করবো। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ’ 

উল্লেখ্য, গত বছর চঞ্চল চৌধুরীও এই সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, টেলিভিশন নাটকে একধরণের বাজে সিন্ডিকেট চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।