ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

বিনোদন

বানসালি জানতেন না অনিল কাপুরের মেয়ে সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, নভেম্বর ১১, ২০২০
বানসালি জানতেন না অনিল কাপুরের মেয়ে সোনম সোনম কাপুর

বলিউডের স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনার বিষয়টি কারোরই অজানা নয়। এর জেরে সম্প্রতি ক্রমাগত আক্রমণের শিকার হন সোনম কাপুর।

সোমবার (৯ নভেম্বর) বলিউড ক্যারিয়ারের ১৩ বছর পূর্ণ হয় সোনমের। ২০০৭ সালের ওই দিনটিতে সঞ্জয়লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে বলিউডে যাত্রা হয় তার। অথচ পরিচালক আগে জানতেনই না যে, সোনম অভিনেতা অনিল কাপুরের মেয়ে! 

এ সম্পর্কে এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘সহকারী পরিচালক হিসেবে বানসালি স্যারের সঙ্গে কাজ করতে চাইছিলাম। ওই সিনেমায় রণবীর কাপুরও সহকারী পরিচালক ছিল। সেটে আমাকে দেখার পরই বানসালি স্যার বলেন, তুমি কি অভিনয় করতে এসেছ? উত্তর দিই, পরিচালনা শিখতে। প্রত্যুত্তরে তিনি বলেন, তোমার তো অভিনয়ে আসা উচিত ছিল। অবশ্য তখন তিনি আমার পরিচয় জানতেন না। ’ 

তবে এ বিষয়টা বেশিদিন গোপন থাকেনি। কিছুদিন পরেই পরিচয় জানতে পারেন। আর জানামাত্রই বানসালি ডেকে পাঠান সোনমকে। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘পরিচয় জানার পর উনি খুব একটা খুশি হননি। জানতে চান, আমার বাড়ির লোক এই কাজের ব্যাপারে জানে কি না। আমার উত্তর, হ্যাঁ। এরপর যখন ‘সাওয়ারিয়া’ সিনেমায় আমাকে নিলেন, কি যে খুশি হয়েছিলাম- বলে বোঝানো যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।