ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

‘সিগন্যাল’ সিনেমায় গাইলেন মিলন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, নভেম্বর ৯, ২০২০
‘সিগন্যাল’ সিনেমায় গাইলেন মিলন মোহাম্মদ মিলন

মোহাম্মদ মিলনের সংগীত ক্যারিয়ার প্রায় এক দশকের। তবে সিনেমার গানে প্রথমবার কণ্ঠ দিয়েছেন চলতি বছর সেপ্টেম্বরে।

‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার জন্য গান করেন প্লেব্যাকে যাত্রা শুরু করেন এই তরুণ কণ্ঠশিল্পী।

এবার দ্বিতীয়বারের মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন ‘সখি ভালোবাসা কারে কয়’খ্যাত এই শিল্পী। সম্প্রতি সায়মন তারিক পরিচালিত ‘সিগন্যাল’-এর জন্য প্লেব্যাক করেছেন মিলন।  
তুহিন সিদ্দিকীর লেখা গানটির সুরারোপ করেছেন মুরাদ নূর। আর গানটির সংগীত পরিচালনা করছেন মুশফিক লিটু। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে মিলন বলেন, আস্তে আস্তে প্লেব্যাকের কাজ বাড়ছে। এর মধ্যেই দু’টি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। সামনে আরও তিন-চারটির ব্যাপারে কথা চলছে। আশা করছি অডিওর পাশাপাশি শ্রোতারা এখন আমাকে সিনেমার গানেও নিয়মিত পাবেন।

আট বছর আগে ‘সখি ভালোবাসা কারে কয়’ গান গেয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান মোহাম্মদ মিলন। এরপর তার গাওয়া আরও অনেক গান জনপ্রিয়তা পায়। কিন্তু এত বছর সিনেমার গানে তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।