ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

আততায়ীর গুলিতে হলিউড অভিনেতা এডি হ্যাসেলের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, নভেম্বর ২, ২০২০
আততায়ীর গুলিতে হলিউড অভিনেতা এডি হ্যাসেলের মৃত্যু এডি হ্যাসেল

‘দ্য কিডস আর অলরাইট’ অভিনেতা এডি হ্যাসেল আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা এ অভিনেতা গত দুই দশকে অনেকগুলো সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, রোববার (০১ নভেম্বর) সকালে প্রেমিকার বাড়ির সামনে হ্যাসেলের পেটে গুলি করে পালিয়ে যায় আততায়ী। বাড়ির ভেতরে থাকায় হত্যাকারীকে দেখতে পাননি তার প্রেমিকা।  

৩০ বছর বয়সী অভিনেতা হ্যাসেলের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য কিডস আর অলরাইট’ সিনেমায় ক্লে চরিত্রটি। সিনেমাটিতে আরও অভিনয় করেন জুলিয়ান মুর ও মার্ক রাফেলো।  

এডি হ্যাসেল অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে স্টিভ জবসের বায়োপিক ‘জবস’, ‘ফ্যামিলি উইকেন্ড’, ‘হাউজ অব ডাস্ট’, ‘ওয়ারিয়র রোড’ ও ‘বোম্ব সিটি’। তার অভিনীত সবশেষ সিনেমা ২০১৭ সালের ‘ওহ লুসি!’। টিভি শো’তেও তিনি নিয়মিত ও জনপ্রিয় ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।