ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

বাংলাদেশি শিল্পীর গানে আলজেরিয়ান মডেল

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, অক্টোবর ৪, ২০২০
বাংলাদেশি শিল্পীর গানে আলজেরিয়ান মডেল পাভেল ও মৌনা

শ্রোতাদের ‘যাইমু লং ড্রাইবো’ শিরোনামে নতুন গান উপহার দিলেন সংগীতশিল্পী আশরাফুল পাভেল। গানটির কথা-সুর করেছেন আশরাফুল পাভেল ও সাবজ।

সংগীতায়োজনে আশরাফুল পাভেল নিজেই।  

কানাডার মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওবাই সাম্মির। এতে মডেল হিসেবে আছেন আলজেরিয়ান মডেল মৌনা ও আশরাফুল পাভেল।

এই গান নিয়ে পাভেল বলেন, ‘গানটি গতানুগতিক বাংলা গানগুলো থেকে একটু আলাদা। আমি বাংলা গানকে বিশ্বমানের করার জন্য কাজ করে যাচ্ছি নিয়মিত। গানের কথা, সুর এবং সংগীতায়োজনে ভিন্নতা পেয়েছেন শ্রোতারা। আর ভিডিও চিত্রায়ন ও লোকেশনে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রকাশের পর অনেকেরই প্রশংসা পাচ্ছি। আশা করছি, সব ধরনের শ্রোতা-দর্শক পছন্দ করবেন গান-ভিডিওটি। ’

শনিবার (৩ অক্টোবর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গান-ভিডিওটি।

প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।