ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

কর্ণিয়ার পরিবারে করোনার হানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, অক্টোবর ৩, ২০২০
কর্ণিয়ার পরিবারে করোনার হানা কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া

করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার পরিবারের চারজন সদস্য। তবে সংক্রমণমুক্ত আছেন কণ্ঠশিল্পী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে কর্ণিয়া তার পরিবারে করোনা সংক্রমণের কথা জানান। তার স্বামী, ভাবি ও শ্বশুর-শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। এজন্য তার মন ভালো নেই।  

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে কর্ণিয়া জানা, তাঁর পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এজন্য গত দুই সপ্তাহ ধরে তাঁর ইউটিউবের লাইভ অনুষ্ঠানটি করতে পারছেন না। করোনামুক্ত হওয়ার পর তিনি আবার লাইভ অনুষ্ঠান বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। পরিবারের জন্য দোয়া চেয়েছেন সংগীতশিল্পী।

চলতি বছরের ২৭ জুলাই মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কর্ণিয়া।

জাকিয়া সুলতানা কর্ণিয়া ২০১২ সালে অনুষ্ঠিত চ্যানেল নাইনের ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর রক, পপ ও ক্ল্যাসিক গান উপহার দিয়ে চলেছেন তিনি। চলচ্চিত্রেও তিনি সফল প্লেব্যাক গায়িকা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।