ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘সুশান্তকে বিষ খাইয়ে হত্যা করেছেন রিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, আগস্ট ২৭, ২০২০
‘সুশান্তকে বিষ খাইয়ে হত্যা করেছেন রিয়া’

এফআইআর-এ রিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কৃষ্ণ কুমার সিং। তবে এবার এসব অভিযোগ টপকে রিয়াকেই ছেলের হত্যাকারী বলে সম্বোধন করলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘রিয়াই আমার ছেলেকে খুন করেছেন বিষ খাইয়ে। একটা লম্বা সময় ধরে সুশান্তকে ও বিষ খাইয়ে গেছেন। ’ পাশাপাশি এ ঘটনায় রিয়া এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সুশান্তের বাবা।

গত দু’দিন ধরেই রিয়া ও মাদক চক্রের সঙ্গে রিয়ার যোগাযোগের কথা প্রকাশ্যে আসতেই উত্তাল নেটদুনিয়া। নিষিদ্ধ মাদক সঙ্গে রাখা, সেবন করা এবং পাচারের মতো একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।  

সম্প্রতি রিয়া ও গৌরব নামের এক মাদক পাচারকারীর কথোপকথনও প্রকাশ্যে এসেছে। ফাঁস হয়েছে রিয়া ও তার ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার এক ব্যক্তিগত কথোপকথন। সেখানে দেখা যাচ্ছে, জয়া রিয়াকে লিখেছেন, ‘সুশান্তের চায়ে কয়েক ফোঁটা মিশিয়ে দেন’। কী মেশাতে বলেছিলেন তিনি? কেনই বা গৌরবের কাছ থেকে এমডি (এক শক্তিশালী মাদক)-র খোঁজ করেছিলেন রিয়া তা খতিয়ে দেখছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

প্রথমে ইডি, এরপর সিবিআই, আর এখন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো – সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনা আপাতত তদন্ত চালাচ্ছে ভারতের এ তিনটি কেন্দ্রীয় সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।