ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘পাওয়ার ট্রিপ’র মূল গায়ক রিলে গেইল আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, আগস্ট ২৬, ২০২০
‘পাওয়ার ট্রিপ’র মূল গায়ক রিলে গেইল আর নেই

জনপ্রিয় ব্যান্ডদল পাওয়ার ট্রিপের মূল গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য রিলে গেইল মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) মাত্র ৩৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান এই জনপ্রিয় হার্ড রক শিল্পী।

তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বুধবার ব্যান্ডদলটি সামাজিকমাধ্যমে তার মৃত্যুসংবাদ শেয়ার করে।  

পাওয়ার ট্রিপ’র টুইটার অ্যাকাউন্টে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের ঘোষণা দিতে হচ্ছে যে, আমাদের প্রিয় ভাই ও মূল গায়ক রিলে গেইল গতরাতে আমাদের ছেড়ে চলে গেছেন। রিলে ছিলেন একজন বন্ধু, একজন ভাই ও একজন পুত্রসন্তান। জীবনের চেয়েও বড় একজন রক তারকা ছিলেন তিনি। তার হৃদয়বত্তা ও গানের মধ্য দিয়ে বহু মানুষের জীবনকে ছুঁয়ে গেছেন তিনি।

রিলে গেইল ২০০৮ সালে ‘পাওয়ার ট্রিপ’ প্রতিষ্ঠা করেছিলেন। তাদের প্রথম অ্যালবাম ‘আর্মাজেডন ব্লুজ’ প্রকাশ পায় ২০০৯ সালে। গত বছরে ঘোষণা দেওয়া হয়, তাদের তৃতীয় অ্যালবামের কাজ চলছে। তবে সে অ্যালবামের কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেলেন রিলে।  

দেখে নেওয়া যাক রিলে গেইলের একটি গান:

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।