ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, আগস্ট ২৩, ২০২০
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফারুক

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।

আকবর হোসেন পাঠান ফারুক নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসকরা শুরুতে ধরনা করেছিলেন আমার করোনা হতে পারে। কিন্তু দুইবার পরীক্ষা করার পর করোনা নেগেটিভ আসে। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ।  আট দিন পর আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। সবার কাছে আমার জন্য দোয়া চাইছি।

এর আগে গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন ফারুক।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। তবে এখন আর অভিনয় দেখা যায় না তাকে।  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।