ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতাল থেকে ফিরেছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, অক্টোবর ১৯, ২০১৯
হাসপাতাল থেকে ফিরেছেন অমিতাভ বচ্চন

লিভারের সমস্যার কারণে সোমবার দিনগত রাত ২টায় হঠাৎ করেই হাসপাতালে ভর্তি করা হয় বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে। তার লিভারে পুরনো সমস্যা রয়েছে। হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে শুক্রবার তিনি বাড়ি ফিরেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০টায় এই মেগাস্টারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাবাকে নিয়ে ছেলে অভিষেক বচ্চন বাড়িতে ফেরেন।

সঙ্গে ছিলেন তার মা জয়া বচ্চন।

হাসপাতালে কয়েক ধাপে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় অমিতাভ বচ্চনের। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। তবে অমিতাভকে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

বর্তমানে জনপ্রিয় টিভি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’র উপস্থাপনা করছেন অমিতাভ বচ্চন।  সম্প্রতি ‘সাই রা নরসিংহ রেড্ডি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ ২০২০ সালে মুক্তি পাবে।  

আরও পড়ুন: লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।