ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

শারদীয় উৎসবে বৃষ্টির কণ্ঠে ‘সোনার দেশে জনম আমার মাগো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, অক্টোবর ৫, ২০১৯
শারদীয় উৎসবে বৃষ্টির কণ্ঠে ‘সোনার দেশে জনম আমার মাগো’ বৃষ্টি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কণ্ঠশিল্পী বৃষ্টির কণ্ঠে প্রকাশ পেয়েছে দেশাত্মবোধক গান ‘সোনার দেশে জনম আমার মাগো’। ইউটিউবের পাশাপাশি ফেসবুক প্লাটফর্মে ভিডিও আকারে প্রকাশ পেয়েছে গানটি। দীপংকর দীপকের কথায় এর সুর-সংগীত করেছেন বাসুদেব ঘোষ। 

এ গান প্রসঙ্গে বিশিষ্ট সুরকার ও সংগীতপরিচালক বাসুদেব ঘোষ বলেন, ‘এখন আর কেউ মূল ধারার গান নিয়ে চর্চা করছে না। সংগীতকে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

ফলে দীর্ঘসময় টিকে থাকার মতো গান প্রকাশিত হচ্ছে না। এ গানটি সেদিক থেকে একেবারে আলাদা। গানের কথায় স্বদেশের প্রতি গভীর মমতাবোধ প্রকাশ পেয়েছে। উদীয়মান শিল্পী হিসেবে বৃষ্টিও চমৎকার গেয়েছে। গানটি শান্ত-সুনিবিড় পরিবেশে শুনলে এর মর্মবানীর উপলব্ধির পাশাপাশি সংগীতরস পুরোপুরিভাবে আস্বাদন করা সম্ভব হবে। ’ 

বর্তমান কাজ নিয়ে বাসুদেব ঘোষ আরো বলেন, ‘আমি এক হাজার গান নিয়ে একটি অ্যালবাম করছি। এর অডিও ভার্সনের কাজ প্রায় শেষ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গানগুলো মুক্তি দেওয়া হবে। ’

এ গান প্রসঙ্গে গীতিকার দীপংকর দীপক বলেন, ‘এ গানে স্বদেশপ্রেমের নানা চিত্রপট তুলে ধরা হয়েছে। আজকাল দেশের গান হয় না বললেই চলে। ডিজিটাল মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় চটুল ও প্রেমের গানের ভিড়ে দেশপ্রেমবোধ যেনো হারিয়ে যেতে বসেছে। তাই এ গানের মধ্য দিয়ে মা-মাটি ও মানুষের কাছে ফেরার চেষ্টা করা হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। ’

শুক্রবার (৪ অক্টোবর) বাসু মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।