ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথম চুমুর অভিজ্ঞতা সুখকর ছিল না: কঙ্গনা রনৌত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, অক্টোবর ৫, ২০১৯
প্রথম চুমুর অভিজ্ঞতা সুখকর ছিল না: কঙ্গনা রনৌত

ঠোঁটকাটা মন্তব্যের জন্য বলিউডের শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা রনৌত বরাবরই আলোচিত। অধিকাংশ অভিনেত্রীই যেখানে জীবনের ব্যক্তিগত ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে রাখতে তটস্থ থাকেন, সেখানে কঙ্গনা বলিষ্ঠভাবেই নিজের মনের কথা প্রকাশ করেন। এজন্য নিজের ক্যারিয়ার নিয়ে মোটেও চিন্তিত নন বলিউডের ‘কুইন’।

সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে এসে নিজের ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা প্রকাশ করেছেন কঙ্গনা।  

ইন্ডিয়া টুডে মাইন্ড রকস্ দিল্লি ২০১৯ শীর্ষক অনুষ্ঠানে এসে কঙ্গনা নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন সবার সঙ্গে।

তাকে ঘিরে অনুষ্ঠানের এই পর্বটির নামকরণ করা হয় ‘নেভার সে ডাই: কুইন অব রিইনভেনশন’।  

চুম্বন নিয়ে মানুষের কৌতুহল, স্বপ্ন বা প্রথম অভিজ্ঞতা যেমনই হোক না কেন, কঙ্গনার ক্ষেত্রে সেটা মোটেও দারুণ কিছু ছিল না। তার ভাষায়, তার জীবনের প্রথম চুম্বন মোটেও জাদুকরী কিছু ছিল না, বরং বেশ নোংরা একটি অভিজ্ঞতা ছিল তার।  

কঙ্গনা জানান, তার জীবনের প্রথম প্রেম ঘটেছিল কিশোরী বয়সে। প্রেমিক ছিল এক পাঞ্জাবি ছেলে। তিনি বলেন, আমার যখন প্রথম প্রেম হয় তখন আমার বয়স ১৭-১৮ বছর। আমি চণ্ডীগড় ছিলাম। আর সেই ছেলেটির বয়স ছিল ২৮ বছর। সে এমনভাবে আমার দিকে তাকাত যেন আমি একটি বাচ্চা মেয়ে। আমার মন ভেঙে যেত। আমি ব্যক্তিগতভাবে অনুভব করতাম, আমি প্রেমে খুব আচ্ছন্ন বা বলতে পারেন প্রচণ্ড আবেগী ছিলাম। আমি তাকে বার্তা পাঠাতাম, আমাকে সুযোগ দাও, আমি বেড়ে উঠব।

কঙ্গনা তার প্রথম চুম্বনের অভিজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার প্রথম চুম্বনের অভিজ্ঞতা মোটেও স্বর্গীয় ছিল না। আমার খুব নোংরা লেগেছিল। সঙ্কোচে আমার মুখ জমে গিয়েছিল। তখন ছেলেটা বিরক্ত হয়ে বলেছিল, ‘আরে মুখটা একটু নাড়াও’। সে এক যাচ্ছেতাই ব্যাপার।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।