ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

শাহরুখের ‘কিং খান’ বলা নিয়ে যা বললেন কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ৮, ২০২৫
শাহরুখের ‘কিং খান’ বলা নিয়ে যা বললেন কাজল

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল। পর্দায় তাদের রসায়ন বারবার দর্শকদের মুগ্ধ করেছে।

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’-এ এই জুটির অভিনয় ও রসায়ন সবই প্রশংসিত।

পর্দার বাইরে শাহরুখ ও কাজলের বন্ধুত্বও বেশ ঘনিষ্ঠ। সম্প্রতি কাজল এক সাক্ষাৎকারে, শাহরুখের সঙ্গে তার দীর্ঘস্থায়ী বন্ধন এবং বছরের পর বছর ধরে অভিনেতার কাছ থেকে যে শিক্ষা তিনি অর্জন করেছেন, তা নিয়ে মুখ খুলেছেন।

কাজল জানান, ‘কিং খান’ হওয়ার জন্য শাহরুখ অনেক পরিশ্রম করেছেন। তিনি বলেন, ‘শাহরুখ একজন বিরাট মাপের তারকা। আমরা একসঙ্গে যেসব সিনেমা করেছি, সেগুলো ব্যাপক সফল হয়েছে। আমার মনে হয়, পর্দায় আমাদের জুটিটা খুবই ভালো। ’

কাজল শাহরুখের নিরলস নিষ্ঠারও প্রশংসা করেছেন। এই অভিনেত্রী বলেন, ‘ওর ক্যারিয়ারের কথা বলতে গেলে, ও আজ যেখানে উঠেছে, সেখানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছে। যদি ও নিজেকে কিং খান বলে থাকে, তার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম। ওর ক্যারিয়ারের কৃতিত্ব ওর নিজেরই। ’

কাজল তার ক্যারিয়ারের প্রথম দিকে শাহরুখ খানের দেওয়া একটি উপদেশের কথাও স্মরণ করেছেন। যা তিনি প্রথমে উপেক্ষা করেছিলেন, কিন্তু পরে গভীর ভাবে মূল্য দিতে শুরু করেন।

কাজলের কথায়, ‘শাহরুখ আমাকে বলেছিল- অভিনয়ের কৌশলটা শিখতে হবে। প্রতিটি শটে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার এই অভ্যাসটা থেকে গেলে, ক্লান্ত হয়ে পড়বে। ’ কাজল স্বীকার করেন যে, তিনি এটিকে প্রথমে গুরুত্ব দেননি এবং প্রতিটি শটে নিজের সেরাটা উজাড় করে দিতেন।

কিন্তু ১৯৯৪ ‘উধার কি জিন্দেগি’র শুটিংয়ের সময় যখন কাজলের বয়স মাত্র ১৮ বছর তখন একঘেয়েমি চলে আসে। এই অভিনেত্রী বলেন, ‘সেই সময় আমি যে ধরণের সিনেমা করছিলাম, তা খুবই কঠিন ছিল, সিনেমাটি শেষ হওয়ার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমি বুঝতে পেরেছিলাম শাহরুখ ঠিক কী বলতে চেয়েছেন। প্রতিটা সিনেমার প্রতিটি শটের জন্য নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। সেই সময়ে আমি আমার মাকে বলেছিলাম, আর সিনেমা করতে চাই না। ’

মানসিক চাপের কারণেই কাজল অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তার কথায়, ‘আমি ক্লান্ত ছিলাম। আমি আমার মাকে বলেছিলাম, আমি আর সিনেমা করতে চাই না। ১৮ বছর বয়সে আমি খুব বিরক্ত হয়েছিলাম। আমি বলেছিলাম যে, আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই না, যেখানে আমাকে ক্রমাগত কাঁদতে হবে বা নিজেকে একেবারে নিংড়ে দিতে হবে। ’

এরপরেই, কাজল অভিনয়ের কৌশল বুঝতে শুরু করেছিলেন। যা শাহরুখ তাকে শুরু থেকেই শেখার জন্য অনুরোধ করেছিলেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।