ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’ গাইবেন দেবলীনা ও প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, সেপ্টেম্বর ২৭, ২০১৯
মহালয়া উপলক্ষে ‘শারদপ্রাতে’ গাইবেন দেবলীনা ও প্রিয়াঙ্কা ‘শারদপ্রাতে’ অনুষ্ঠানে শিল্পীরা

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। দেবী দুর্গার আগমন উপলক্ষে দুর্গোৎসবের পাঁচ দিন আগে ব্যাপক উদ্দীপনায় হিন্দুধর্মাবলম্বীরা মহালয়া উদযাপন করে থাকেন।

তারই ধারাবাহিকতায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’।

অনুষ্ঠানে চণ্ডী পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

সংগীত পরিবেশন করবেন- প্রিয়াঙ্কা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেন গুপ্ত ও বিজন মিস্ত্রী। ‘দুর্গে দুর্গে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াঙ্কা রেচেল।  

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো: এরশাদ হোসেন। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনায় সুমন সাহা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।