ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

দুষ্টু ছেলে রণবীর সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, সেপ্টেম্বর ২৫, ২০১৯
দুষ্টু ছেলে রণবীর সিং রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

দুষ্টামি আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তার সহজাত বৈশিষ্ট্য। দীপিকা তো তাকে হাড়ে হাড়ে চিনতে পেরেছেন অনেক আগেই। আর সেই দুষ্টু ছেলেটার প্রেমে পড়েই ঘর বেঁধেছেন তিনি। তবে ছেলেটা যে বড় হওয়ার পর দুষ্টু হয়ে গেছে, এমনটা নয়। সেই ছোটবেলা থেকেই তিনি দুষ্টামির শিরোমণি। এবার টুইটারে ছোটবেলার দুষ্টামির একটি ছবি শেয়ার করে নিজের জাত চেনালেন রণবীর সিং। 

সম্প্রতি সেরা অভিনেতা হিসেবে আইফা অ্যাওয়ার্ড জয় করেছেন রণবীর সিং। এখন তিনি ‘৮৩’ সিনেমার কাজে ব্যস্ত।

এরই মধ্যে একটু স্মৃতিচারণা করেছেন তিনি। ফিরে গিয়েছেন শৈশবের দুষ্টু-মিষ্টি মুহূর্তে।  

‘পদ্মাবত’খ্যাত এই অভিনেতা টুইটারে ছেলেবেলার যে দুষ্টু ও রসাত্মক ছবি শেয়ার করেছেন তাতে দেখা যায়, মুখে দু’টি নকল দাঁত লাগিয়ে দু’কানের পাশে দু’হাতের আঙুল বাঁকিয়ে কাউকে ভয় দেখাচ্ছে ছোট রণবীর।

ছোট রণবীর

রণবীরকে সবশেষ ‘গালি বয়’ সিনেমায় দেখা গেছে। সিনেমাটি চলতি বছর ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছে। তার পরবর্তী সিনেমা ‘৮৩’।

‘৮৩’ সিনেমায় ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতের ক্যাপ্টেন ও কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন তিনি।  

ছোট ও বড় রণবীর সিং

‘৮৩’ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, পঙ্কজ ত্রিপাঠী, আর বদ্রী, হার্ডি সন্ধু, চিরাগ পাতিল, সাকিব সালীম, তাহির ভাসিন, অ্যামি ভির্ক ও সাহিল খাট্টার।

কবির খান পরিচালিত সিনেমাটি আগামী বছর ১০ এপ্রিল মুক্তি পাবে।

আরও পড়ুন: আইফা অ্যাওয়ার্ড ২০১৯: সেরা রণবীর-আলিয়া

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।