ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

জীবনের যে বড় সত্য প্রকাশ্যে আনলেন হৃতিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, জুলাই ১০, ২০২৫
জীবনের যে বড় সত্য প্রকাশ্যে আনলেন হৃতিক

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সুঠাম দেহের অধিকারী। তার পেশিবহুল ধারালো চেহারা লাখ লাখ অনুরাগীর অনুপ্রেরণা।

বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাকে বলাই যায়।

তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের। যা ছিল তা হলো তার মায়াবী দুই চোখ। ছোটবেলা থেকেই ঈষৎ কটা তার চোখের মণি। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তার চোখের চাউনিতে বাঁধা পড়েছিলেন মেক্সিকান সুন্দরী বারবারা মোরে। এবার নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

সিদ্ধান্তটা বহু বছর আগে নেওয়া। নিজের ৪৩ তম জন্মদিনে মৃত্যু পর চক্ষুদানের জন্য নিবন্ধন করেছেন। যদিও প্রথম কাউকে কিছু জানাতে চাননি অভিনেতা। পরে অবশ্য সকলকে জানান। তিনি চক্ষুদানের জন্য উৎসাহিত করেন সাধারণ মানুষকে। বেশ কয়েকবছর আগে ‘কাবিল’ সিনেমায় অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক।

অভিনয় জীবনের পঁচিশ বছর পার করে ফেলেছেন তিনি। এত বছরের ক্যারিয়ারে এই প্রথম হৃতিক কোনও সিনেমা পরিচালনা করতে চলেছেন। বাবা রাকেশের সঙ্গে ‘কৃষ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস।

সম্প্রতি রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সমাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম। এবার আমি তোমাকে পরিচালক হিসেবে উপস্থাপন করছি। ’

এদিকে চলতি বছর মুক্তি পেতে চলেছে হৃতিকের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার টু’ সিনেমা। যশরাজ ফিল্মসের প্রযোজনায় স্পাই ইউনিভার্সের মূল আকর্ষণ হৃতিক ও জুনিয়র এনটিআর। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’র সিক্যুয়েল ‘ওয়ার টু’। আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে এটি।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।