ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

‘ওয়াচমেন’ ট্রেলার: এইচবিওর নতুন টিভি সিরিজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, সেপ্টেম্বর ১৪, ২০১৯
‘ওয়াচমেন’ ট্রেলার: এইচবিওর নতুন টিভি সিরিজ নতুন টিভি সিরিজ ‘ওয়াচমেন’ আসছে এইচবিওতে

এইচবিও নিয়ে আসছে নতুন টিভি সিরিজ ‘ওয়াচমেন’। ১৩ সেপ্টেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশিত হলো। অ্যালান মূরের সাড়া জাগানো গ্র্যাফিক উপন্যাস ‘ওয়াচমেন’র কাহিনীর ওপর ভিত্তি করে সিরিজটি নির্মিত হলেও এতে নতুন করেই গল্পের চিত্রায়ন করা হয়েছে।

আমাজনের ‘দ্য বয়েজ’র মতো এইচবিওর ‘ওয়াচমেন’ সিরিজে মুখোশে ঢাকা বীরত্ব কাহিনীর অন্ধকারাচ্ছন্ন দিককে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিরিজে অভিনয় করেছেন ডন জনসন, টিম ব্লেক নেলসন, ইয়াহিয়া আব্দুল মতিন, জেরেমি আইরনস, জিন স্মার্ট এবং আরও অনেকে।

 

‘ওয়াচমেন’র প্রিমিয়ার শো হবে ২০ অক্টোবর, ২০১৯।

‘ওয়াচমেন’ ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।