ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘আয়রন ম্যান’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, সেপ্টেম্বর ৮, ২০১৯
‘আয়রন ম্যান’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড ‘আয়রন ম্যান’ চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র

হলিউডের ‘আয়রন ম্যান’খ্যাত জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়রের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। কিছু সময়ের জন্য তার অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টগুলো উপেক্ষা করতে তিনি তার ভক্তদের অনুরোধ করেছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) টুইটার অ্যাকাউন্ট থেকে রবার্ট ডাউনি জুনিয়র লেখেন, ‘আমি দুঃখের সঙ্গে বলছি, আমার ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটা পুনরোদ্ধার না হওয়া পর্যন্ত দয়া করে সচেতন থাকুন।

সবাইকে ধন্যবাদ। ’

৫৪ বছর বয়সী এই হলিউড অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুক্রবার বিকালে হ্যাকড হয়। এরপর তার অ্যাকাউন্ট থেকে ফ্রি আইফোন, প্লেস্টেশন এবং অ্যামাজন গিফ্ট কার্ডের বিজ্ঞাপন দেওয়া হয়।  

পরদিন শনিবার ডাউনি জুনিয়র ঘোষণা দেন, তিনি তার ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। টুইটার পোস্টে তিনি ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ সিনেমার ভিলেনের একটি ছবি শেয়ার করেন। তাতে লেখা, ‘আমার বাধার জন্য ক্ষমাপ্রার্থী’।

‘আমার বাধার জন্য ক্ষমাপ্রার্থী’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।