ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

কপিল শর্মার কণ্ঠে হিন্দিতে কথা বলবে রেড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, জুলাই ২৬, ২০১৯
কপিল শর্মার কণ্ঠে হিন্দিতে কথা বলবে রেড

বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় গেম থেকে নির্মিত অ্যানিমেশন সিনেমা ‘দ্য অ্যাঙ্গরি বার্ডস মুভি’র দ্বিতীয় পর্ব। এটি ভারতে মুক্তি পাবে ২৩ আগস্ট। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র রেড হিন্দিতে কথা বলবে জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মার কণ্ঠে।

২০১৬ সালে মুক্তি পায় ‘দ্য অ্যাঙ্গরি বার্ডস মুভি’র প্রথম পর্ব। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়।

তখনই ২০১৯ সালে ‘দ্য অ্যাঙ্গরি বার্ডস মুভি ২’র মুক্তির ঘোষণা দেওয়া হয়।

বিশ্বব্যাপী সিনেমাটির প্রারম্ভিক মুক্তি হবে ২ আগস্ট। তবে ভারতে দেখা যাবে এর দুই সপ্তাহ পর।  

সিনেমাটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে কপিল শর্মা বলেন, ‘যদি আমার সম্পর্কে আপনি জেনে থাকেন তাহলে সিনেমাটি দেখলে আমাকেও সবাই রেডই ভাববেন। ’

২০০৯ সালের ১১ ডিসেম্বর ফিনল্যান্ডভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টের মাধ্যমে বাজারে আসে অ্যাঙ্গরি বার্ডস গেম। মুক্তির পর বিশ্বব্যাপী গেমটি ব্যাপক সাড়া ফেলে দেয়।  

২০১৯ সালে গেমটির ২০ বছর পূর্তি হচ্ছে। আর সে উপলক্ষে মুক্তি পাচ্ছে ‘অ্যাঙ্গরি বার্ডস মুভি ২’।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
জেএইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।