ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

ছয় মাস স্মৃতি ছিল না দিশার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, জুলাই ২৫, ২০১৯
ছয় মাস স্মৃতি ছিল না দিশার

জীবন থেকে বলিউড অভিনেত্রী দিশা পাটানির ছয়টি মাস হারিয়ে গেছে। তিনি জানতেই পারেননি কীভাবে কেটেছে সেই দিনগুলো। সম্প্রতি ছয় মাসের স্মৃতি হারানোর ঘটনা জানালেন দিশা পাটানি।

‘ভারত’খ্যাত এই অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান ইনজুরির কারণে তার স্মৃতি হারিয়েছিল।

ঘটনাটির কথা স্মরণ করে দিশা বলেন, ‘আমি আমার জীবনের ছয়টি মাস হারিয়ে ফেলেছি।

 কারণ আমি ওই সময়ের কিছুই এখন আর মনে করতে পারি না। এর মধ্য দিয়েই আজ আমি বর্তমান অবস্থানে পৌঁছেছি। ’

২৭ বছর বয়সী অভিনেত্রী দিশা ৩ বছর আগেই মার্শাল আর্ট অনুশীলন শুরু করেন। ইতোমধ্যে তিনি ব্যায়াম, মিশ্র মার্শাল আর্ট ও পাইলেটসে দক্ষতা অর্জন করেছেন।  

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা প্রতিদিনই অনুশীলন করতে হয়। লক্ষ্যে পৌঁছানোর পথে যদি আপনার হাড় বা পা ভাঙার মতো বিপত্তি ঘটে, তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই চলেছেন। ’

সামাজিক মাধ্যমে যারা দিশা পাটানিকে অনুসরণ করেন, তারা খুব ভালোভাবেই জানেন যে, দিশা কতটা স্বাস্থ্য সচেতন। তিনি প্রায়ই ব্যায়াম ও শারীরিক কসরত করার বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন। তবে বিপত্তি কাটিয়ে এখন সুস্থ আছেন দিশা।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।