ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

সোহেল মেহেদীর কণ্ঠে মায়ের বন্দনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২০, জুলাই ২৪, ২০১৯
সোহেল মেহেদীর কণ্ঠে মায়ের বন্দনা সোহেল মেহেদী

নিয়মিতই গান প্রকাশ করছেন সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। সেই ধারাবাহিকতায় এই গায়কের কণ্ঠে সম্প্রতি ‘মা’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে।

গীতিকবি এ কাদের’র কথায় মেহেদীর কণ্ঠের এই গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন নাজমুল হাসান। এর ভিডিও নির্মাণ করেছেন আরএস জুয়েল নিরব।

এতে মডেল হয়েছেন শুভ্র, নিলয় ও আশা মণি।  

এ গান প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘মা’ গানের প্রতি সবারই আলাদা রকমের একটা দুর্বলতা থাকে, থাকবেই। কারণ মা একটি স্পর্শকাতর শব্দ। শব্দটি কানে পৌঁছাতেই অন্যরকম একটা আবেগ কাজ করে। মায়ের প্রতি সেই আবেগ-শ্রদ্ধা থেকেই গানটি করা। এমনিতে কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি বেশ ভালো হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) কেএম মিউজিক ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘মা’ শিরোনামের গান-ভিডিও।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।