ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে ক্রেনে ঝুলে গাছের সঙ্গে ধাক্কা, আহত বাপ্পি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, জুলাই ২৪, ২০১৯
শুটিংয়ে ক্রেনে ঝুলে গাছের সঙ্গে ধাক্কা, আহত বাপ্পি

আর মাত্র দুই দিন কাজ করলেই শেষ হতো চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং। কিন্তু এর আগেই বাধলো বিপত্তি। ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ‘নায়ক’খ্যাত এই অভিনেতা।

বুধবার (২৪ জুলাই) দুপুরে গাজীপুর জাতীয় উদ্যানে ‘ডেঞ্জার জোন’র অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। তখন কোমরে তার বেঁধে ক্রেনে ঝুলতে হয় বাপ্পিকে।

কিন্তু অসাবধানতাবশত ঝুলন্ত অবস্থায় গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে বাপ্পির। ফলে গুরুতর আঘাত পান তিনি।  

এ প্রসঙ্গে নির্মাতা বেলাল সানি বাংলানিউজকে বলেন, ‘আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে বাপ্পিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শে দেন চিকিৎসক। তাই বাপ্পিকে বিশ্রামে পাঠানো হয়েছে। আমরা এখন অন্য দৃশ্যের শুটিং করছি। বাপ্পি সুস্থ হলে তার দৃশ্যের শুটিং করবো। ’

ভৌতিক গল্পের সিনেমা ‘ডেঞ্জার জোন’-এ বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জোলি। এতে আরও রয়েছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।