ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

সড়ক দুর্ঘটনায় শিশু অভিনেতা শিবলেখ সিংয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, জুলাই ১৯, ২০১৯
সড়ক দুর্ঘটনায় শিশু অভিনেতা শিবলেখ সিংয়ের মৃত্যু শিবলেখ সিং

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেখ সিং (১৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাইপুরে একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা শিবলেখের মা-বাবা গুরুতর আহত হয়েছেন। 

রাইপুরের পুলিশ সুপার আরিফ শেখ জানান, শিবলেখ ঘটনাস্থলেই মারা যান। তার মা লেখা সিং, বাবা শিবেন্দ্র সিং এবং নবীন সিং গুরুতর আহত হন।

এর মধ্যে লেখা সিংয়ের অবস্থা আশঙ্কাজনক।  

মূলনিবাস ছত্তিশগড় হলেও গত দশ বছর শিবলেখের পরিবার মুম্বাইতে বসবাস করে আসছে।

বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা ছিলেন শিবলেখ। এর মধ্যে ‘কেশরী নন্দন, ‘বাল বীর’, ‘সাসুরাল সিমার কা’ ও ‘সংকটমোচন হনুমান’ অন্যতম। তিনি বিভিন্ন টিভি রিয়েলিটি শো’তেও অংশগ্রহণ করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই, ১৯, ২০১৯
এমকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।