ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

দর্শকদের সঙ্গে ‘আব্বাস’ দেখতে প্রেক্ষাগৃহে নিরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, জুলাই ৫, ২০১৯
দর্শকদের সঙ্গে ‘আব্বাস’ দেখতে প্রেক্ষাগৃহে নিরব

এ সপ্তাহে এককভাবে মুক্তি পেলো সাইফ চন্দন পরিচালিত ও নিরব হোসেন অভিনীত সিনেমা ‘আব্বাস’। শুক্রবার (০৫ জুলাই) দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

দর্শকের সঙ্গে নিজের অভিনীত সিনেমা উপভোগ করতে সকাল থেকে রাজধানীর বেশকিছু প্রেক্ষাগৃহ ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়ক নিরব। তার সঙ্গে রয়েছেন সাইফ চন্দন ও সিনেমার অন্যান্য শিল্পীরা।

 

এ প্রসঙ্গে নিরব বাংলানিউজকে বলেন, সকাল থেকে ঢাকার প্রায় সব প্রেক্ষাগৃহে যাচ্ছি। আজ বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হচ্ছে। তবুও দর্শকদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। সবাই উৎসাহ নিয়ে ‘আব্বাস’ দেখতে আসছেন। কোথাও কোথাও প্রেক্ষাগৃহ হাউসফুল যাচ্ছে। আমরা আনন্দিত।

‘আব্বাস’ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সাবা। এ ছাড়াও রয়েছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ইলোরা গহর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।