ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

নৌকা ভ্রমণে রণবীরের সঙ্গে আলিয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জুন ৩, ২০১৯
নৌকা ভ্রমণে রণবীরের সঙ্গে আলিয়া! রণবীর কাপুর ও আলিয়া ভাট

বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় অভিনয়ের সুবাদে রণবীর কাপুর ও আলিয়া ভাট একে অপরের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছেন। তাই বলা যেতে পারে সিনেমাটি তাদের জন্যও স্পেশাল।

এটি অয়ন মুখার্জি পরিচালিত ত্রয়ী সিনেমার প্রথম পর্ব। বেশ কিছুদিন আগে বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং হয়েছে।

এরপর মুম্বাইয়ের পাঠ চুকিয়ে বর্তমানে সিনেমাটির শুটিং চলছে বারাণসীতে। সেখানে নৌকায় শুটিং করতে হয়েছে রণবীর ও আলিয়াকে। নৌকায় করা তাদের শুটিংয়ের কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘ব্রহ্মাস্ত্র’তে রণবীর-আলিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রয়, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। ২০২০ সালের গ্রীষ্মে সিনেমাটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।