ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

বিদ্যুৎ জামওয়ালের ‘খোদা হাফিজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, এপ্রিল ১৬, ২০১৯
বিদ্যুৎ জামওয়ালের ‘খোদা হাফিজ’ বিদ্যুৎ জামওয়াল

বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের নতুন রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘খোদা হাফেজ’। সম্প্রতি সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

সত্য ঘটনা অবলম্বনে এটি পরিচালনা করবেন ফারুক কবির। এর আগে এই নির্মাতা নাসিরুদ্দিন শাহ্ ও শারমান জোশিকে নিয়ে ‘আল্লাহ কে বান্দে’ নির্মাণ করেছিলেন।

চলতি বছরের জুলাইতে মরক্কো ও কেরেলাতে ‘খোদা হাফিজ’র শুটিং শুরু হবে।

সিনেমাটি প্রসঙ্গে বিদ্যুৎ জামওয়াল বলেন, ‘বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত রোমান্টিক অ্যাকশন সিনেমাটি করতে পারছি বলে আমি বেশ আনন্দিত। এটি বর্তমান সময়ের স্মরণীয় একটি সিনেমা হতে যাচ্ছে। এর অংশ হতে পেরে গর্ববোধ করছি। ’

সিনেমাটি প্রযোজনা করছেন কুমার মানঘাট পাঠক ও অভিষেক পাঠক। তবে এতে বিদ্যুতের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।